সুইডেন ও ডেনমার্কে গত দুই মাসে বেশ কয়েকবার পুলিশি নিরাপত্তায় পবিত্র কুরআনের অবমাননা ঘটার পর হুথি এ আহ্বান জানালেন। ইরানসহ বেশ কয়েকটি মুসলিম দেশ কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে এবং ড্যানিশ ও সুইডিশ রাষ্ট্রদূতদের তলব করে প্রতিবাদ জানিয়েছে।
ইরান এমনকি সুইডেনে নয়া রাষ্ট্রদূত পাঠানোর কার্যক্রম স্থগিত করেছে এবং তেহরানে নিযুক্ত নয়া সুইডিশ রাষ্ট্রদূতকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।
আনসারুল্লাহ নেতা তার ভাষণে বলেন, পশ্চিমা সরকারগুলো কুরআন অবমাননা করার সুযোগ দিলেও ইহুদিবাদীদের সমালোচনা পর্যন্ত সহ্য করে না।এ ঘটনায় প্রমাণিত হয় এসব দেশে ইহুদিবাদী-লবিগুলো অত্যন্ত সক্রিয়।
যেসব দেশে পবিত্র কুরআনের অবমাননা করা হচ্ছে সেসব দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করায় তিনি আরব ও মুসলিম দেশগুলোর তীব্র সমালোচনা করেন। আব্দুল-মালিক আল-হুথি বলেন, এ থেকে প্রমাণিত হয় মুসলিম দেশগুলোর নেতাদের ইসলামের প্রতি কোনো অনুভূতি কাজ করে না।#
342/